1. আপনারা মূলত কি সেবা প্রদান করে থাকেন?

আমরা ডিজিটাল মার্কেটিং এর টোটাল 360 ডিগ্রি স্যলুশন প্রদান করে থাকি।

2. আপনারা ডিজিটাল মার্কেটিং এর কি কি সেবা প্রদান করেন?

আমরা ডিজিটাল মার্কেটিং এর সকল সেবা যেমন- ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রোমোশন, গুগল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং সহ সকল সোশাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে থাকি।

3. আপনাদের কোন অফার বা ডিসকাউন্ট সিস্টেম আছে?

দুঃখিত, আমাদের কোন অফার বা ডিসকাউন্ট সিস্টেম নাই। তারপরও আলোচনা সাপেক্ষে কাজের উপর অনেক সময় কিছু ডিসকাউন্ট করা যেতে পারে।

4. আপনারা কি কর্পোরেট সেক্টরে কাজ করেন?

জ্বি, আমরা কর্পোরেট সেক্টরে ডিজিটাল মার্কেটিং সেবা সহ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এস ই ও এর কাজ করে থাকি।

5. ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদের ডলার রেট কত?

ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের ডলার রেট ১২৫ টাকা করে। আমরা মিনিমাম ১০ ডলারের বুস্ট করে থাকি। ১০ ডলারের উপর আপনি যেকোন পরিমান ডলারের বুস্ট/ক্যাম্পইন করতে পারবেন। মাসে মিনিমাম ১০-৫০০ ডলারের কাজ করলে প্রতি ডলার ১২৫ টাকা করে। ৫০০-২,০০০ ডলারের কাজ করলে প্রতি ডলার ১২০ টাকা করে। মাসে ২,০০০ ডলারের বেশি কাজ করলে প্রতি ডলার ১১৫ টাকা করে দিতে হবে।

6. আপনাদের ডলান রেট বেশি কেন?

আমাদের ডলার রেট তুলনামূলক একটু বেশি হওয়ার কারন হলো আমরা বাংলাদেশে ফেসবুক অথোরাইজড এ্যাড একাউন্ট প্রোভাইডার HTTPool এর এ্যাড একাউন্ট ব্যবহার করি এজন্য।

7. অথোরাইজড এ্যাড একাউন্ট ব্যবহারের সুবিধা কি?

আমরা ফেসবুকের অথোরাইজড HTTPool এর এ্যাড একাউন্ট ব্যবহার করি। এর প্রধান সুবিধা হলো এতে আনলিমিটেড ডলারের এ্যাড দেয়া যায়। এ্যাড একাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এ্যাড গুলো দ্রুত রান হয় এবং অন্যান্য এ্যাড একাউন্ট থেকে এই এ্যাড একউন্টে এ্যাড রান করলে রেজাল্ট তুলনা মুলক ভালো পাওয়া যায়।

8. গুগল এ্যাডের ক্ষেত্রে আপনাদের ডলার রেট কত?

গুগল এ্যাডের ক্ষেত্রে ডলার রেটের সাথে কাজের উপর আলাদা সার্ভিস চার্জ যোগ হবে। গুগল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের ডলার রেট ১৪০ টাকা করে। আমরা মিনিমাম ৫০ ডলারের এ্যাড দিয়ে থাকি। ৫০ ডলারের উপর আপনি যেকোন পরিমান ডলারের এ এ্যাড/ক্যাম্পইন করতে পারবেন। মাসে মিনিমাম ৫০-৫০০ ডলারের কাজ করলে প্রতি ডলার ১৪০ টাকা করে। ৫০০-২,০০০ ডলারের কাজ করলে প্রতি ডলার ১৩৫ টাকা করে। মাসে ২,০০০ ডলারের বেশি কাজ করলে প্রতি ডলার ১৩০ টাকা করে দিতে হবে।