গুগল মার্কেটিং

গুগল মার্কেটিং কি?
একটি ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্র্যান্ডিং কৌশল। আর ব্যবসার ব্র্যান্ডিং কৌশল প্রয়োগ করতে হলে আপনার জানা দরকার মার্কেটিং করার সকল প্লাটফর্ম সম্পর্কে। বর্তমান সময়ে গুগল হলো বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন প্লাটফর্ম যেখানে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রোডাক্ট সার্চ করে। বর্তমান বিশ্বেরর সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং প্লাটফর্ম হলো গুগল মার্কেটিং। গুগল এমন একটি প্লাটফর্ম যেখানে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত বিভিন্ন তথ্য জানার জন্য এবং বিভিন্ন প্রোডাক্ট সার্চ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যবসা সাইটের প্রচারনা করে থাকে।

গুগল মার্কেটিং কেন করবেন?
বর্তমানে বিশ্বের সব থেকে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল এবং অন্যান্য সকল সার্চ ইঞ্জিন থেকে গুগলে সার্চের পরিমান কয়েক গুন বেশি। যেকোন মানুষ যেকোন প্রোডাক্ট কিনতে আগে গুগলে সার্চ করে এবং সার্চ ইঞ্জিনে যে ওয়েব সাইটের প্রোডাক্ট প্রথমে থাকে সেখান থেকেই কেনার সম্ভাবনা বেশি থাকে। গুগল মার্কেটিং এর মাধ্যমে SEO ছাড়াই আপনার প্রোডাক্ট খুব সহজেই সার্চ ইঞ্জিনের প্রথমেই আনতে পারবেন এবং ডিসপ্লে এ্যাডের মাধ্যমে আপনার প্রোডাক্টের প্রচার প্রচারনা বাড়ানো সম্ভব এবং সেল ও কয়েকগুন বৃদ্ধি করা সম্ভব।

গুগল মার্কেটিংএ আমাদের অভিজ্ঞতা-
আমরা Digital IT Zone কাস্টোমারের প্রোডাক্ট চাহিদার উপর ভিত্তি করে সঠিক ভাবে অডিয়েন্স টার্গেটিং এর মাধ্যমে গুগল ক্যাম্পেইন, সার্চ এ্যাড, ডিসপ্লে এ্যাড করে থাকি। আমরা বিগত ৪ বছর যাবত সফলতার সাথে ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করছি। আমাদের রয়েছে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একঝাক দক্ষ মার্কেটিং এক্সপার্ট টিম।
আল্লাহর রহমতে আমরা বিগত ৪ বছরে ২০+ Parmanent কাস্টোমারের পেইজে নিয়মিত কাজ করছি এবং প্রতি মাসে গুগল মার্কেটিং এ ২,০০০+ ডলারের বুস্ট/ক্যাম্পেইন এর কাজ করছি, আলহামদুলিল্লাহ।

সার্ভিস চার্জ-
১. মাসে মিনিমাম ২৫-৫০০ ডলারের বুস্ট/ক্যাম্পেইন/প্রোমোশন করলে প্রতি ডলার ১৫০ টাকা করে পরিশোধ করতে হবে।
২. মাসে ৫০০-১,০০০ ডলারের বুস্ট/ক্যাম্পেইন/প্রোমোশন করলে প্রতি ডলার ১৪০ টাকা করে পরিশোধ করতে হবে।
৩. মাসে ১,০০০ ডলারের এর বেশি বুস্ট/ক্যাম্পেইন/প্রোমোশন করলে প্রতি ডলার ১৩৫ টাকা করে পরিশোধ করতে হবে।
৪. কন্টেন্ট, কি-ওয়ার্ড আমরা দিলে সার্ভিস চার্জ কিছু বৃদ্ধি পাবে।

শর্তাবলি-
১. সর্বনিম্ন ২৫ ডলারের ক্যাম্পেইন করতে হবে।
২. এ্যাড একটিভ হলে পেমেন্ট কমপ্লিট করে দিতে হবে।
৩. গুগল পলসি মেনে এ্যাড দিতে হবে। পলিসির বাইরে কোন প্রোডাক্টের এ্যাড দেয়া হয় না।
৪. যেকোন অপ্রীতিকর পরিস্থিতিতে Digital IT Zone এর পাশে থেকে সহানুভবতা জ্ঞাপন করতে হবে।

Digital IT Zone এর সুবিধা-
১. Digital IT Zone একটি রেজিস্ট্রিকৃত ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং বিশ্বাসযোগ্য গুগল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার।
২. আমরা বিগত ৪ বছর যাবত বিশ্বস্ততার সহিত গুগল মার্কেটিং সেবা প্রদান করে আসছি।
৩. আমাদের রয়েছে একঝাক দক্ষ ডিজিটাল মার্কেটার।
৪. আমরা সরাসরি ভিসা কার্ড এর মাধ্যমে এ্যাড পরিচালনা করে থাকি।
৬. আনলিমিটেড এ্যাড দেয়া যাবে। যত ডলার ইচ্ছা।
৭. আমরা গুগলের সকল Policy মেনে এ্যাড রান করে থাকি যেন আপনার এ্যাডে কোন সমস্যা না হয়।
৮. ব্যাংক, বিকাশ, রকেট, নগদ ইত্যাদি যেকোন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
৯. যেকোন সমস্যায় সর্বক্ষণ কাস্টোমার সাপোর্ট পাবেন।

কাদের জন্য গুগল মার্কেটিং সার্ভিস প্রযোজ্য-
১. যাদের ই-কমার্স ওয়েব সাইট আছে।
২. যারা সেল বাড়ানোর জন্য গুগল এ্যাড দিতে চান।
৩. যাদের প্রোডাক্ট বা সার্ভিস SEO ছাড়াই সার্চ ইঞ্জিন রেজাল্টের প্রথমেই আনতে চান।
৪. যাদের ই-কমার্স ব্যবসা রয়েছে।

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন-
০১৯৬-১১১-৬৫৬৫
আমাদের পেইজে ভিজিট করতে এখানে ক্লিক করুন

Our Clients